নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ আভিযানিক দল শনিবার সন্ধ্যায় ফতুল্লার দক্ষিণ শিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মাসুম মিয়া (২৭) কে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। র্যাব-১১, সিপিসি-১ এর এক বিবৃতিতে বলা হয়, র্যাব-১১, সিপিসি-১ আভিযানিক দলগোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার রব চেšধুরীর মালিকানার ৩ তলা বাড়ির নীচ তলায় পশ্চিম পশ্চিম দিকের রুমের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী অধিনায়ক এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়ারচর রব চৌধুরীর ৩য় তলা বিশিষ্ট বাড়ির নীচ তলায় পশ্চিম পার্শ্বের দক্ষিণ দুয়ারী রুমের ভিতর অবস্থান নিলে র্যাবের উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী মাসুম মিয়া (২৭) কে আটক করা হয়। এ সময় আসামীর হেফাজতে থাকা ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। ধৃত মাদক ব্যবসায়ী মাসুম মিয়া সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার মোঃ দেলোয়ার হোসেন ছেলে বলে জানা গেছে। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।