নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো : মো. লিটন (৩৫), মো. আলমগীর (৪২) এবং রাজিব আহমেদ (২৪)। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার র্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মো. লিটন (৩৫), মো. আলমগীর (৪২) এবং রাজিব আহমেদ (২৪) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।