নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে আটক যুবকটি রোহিঙ্গা নয়। তাঁর পরিচয় জানা গেছে, প্রকৃতপক্ষে সে ফতুল্লা কাশীপুর হোসাইনিনগর এলাকার বাসিন্দা। তারঁ নাম মাহাবুব। পিতা- মোক্তার হোসেন। এর আগে তাঁর নাম আব্দুল্লাহ ও নিজেকে মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা দাবী করেছিল। শনিবার রাতে শহরের খানপুর এলাকা থেকে তাকে উদ্ধারের পর রাতেই ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার ১৭ সেপ্টেম্বর পুলিশ প্রহরায় তাকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে সদর থানা পুলিশ নিশ্চিত করে। পরে পুলিশ প্রকৃত ঘটনা টের পেয়ে আবারও রাতে তাকে থানায় নিয়ে আসে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন শাহ পারভেজ জানান, তারঁ দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতেই পুলিশ প্রহরায় মাহাবুবকে কক্সবাজার পাঠানো হচ্ছিল। তবে পথিমধ্যে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে থাকে। তাই তাকে ফেরত আনা হয়েছে। এরপর পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করে। তবে জানা গেছে মাহাবুব মানসিক প্রতিবন্ধী।
স্থানিয় এক যুবক নিশ্চিত করে বলেন, যুবকটির নাম মাহাবুব। সে মানসিক রোগী। ওর এক ভাই ও বোন আছে। মাঝে মধেই আমাদের বাসায় আসতো। ১০ টাকা বা ২০ টাকা নিয়ে আবার চলে যেত।