নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্ববর অমানুষিক নির্যাতন ও গণহত্যা স্মরণকালের ইতিহাসকে হার মানিয়েছে। বিশ্বমানবতাকে করেছে কলুষিত। নির্যাতিত রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও মানবিক দায়িত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
৫ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় ত্রাণ কমিটির তত্ত্বাবধানে ১০টি টিম রোহিঙ্গা আশ্রয় শিবিরে ত্রাণ বিতরণ, টিউবয়েল স্থাপন, বাথরুম নির্মাণ এবং ছাউনী নির্মাণের কাজ করে যাচ্ছেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সকল ধরণের ত্রাণ, সহযোগিতা, বাড়ীঘর নির্মাণ কাজ অব্যাহত রাখতে হবে।
২৭ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ অসহায় রোহিঙ্গাদের সাহায্যার্থে নারায়ণগঞ্জ মহানগর শাখা থেকে উত্তোলিত ত্রাণের টাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ সাহেবের কাছে হস্তান্তরের সময় তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে.এম. আতিকুর রহমান।