নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মিয়ানমারে রোহিঙ্গদের উপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ সেপ্টেম্বর বাদ জুমা নগরীর ডিআইটি এলাকায় বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। সমাবেশ শেষে বিশাল মিছিল নিয়ে নগরীর প্রদক্ষিন করা হয়। রোহিঙ্গা নির্যাতন বন্ধ এবং সুচির বিচার দাবি করে বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিলো রাজপথ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে যদি রোহিঙ্গাদের ওপর এই হত্যা নির্যাতন বন্ধ করা না হয়, তাহলে বিশ্বের প্রতিটি দেশের উচিত মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করা। জাতিসংঘ কঠোর অবস্থান নিলে মিয়ানমার এই হত্যাযজ্ঞ চালাতে পারতো না। বিশ্ববাসী এসব দেখেও দেখছে না। মুসলামানদের ওপর মিয়ানমার যে নির্যাতান চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করাসহ সুচির বিচার করতে হবে।