রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অনিবার্য কারণে আগামীকাল রোববারের (৪ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী ৯ নভেম্বর সকাল ৯টায়। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক।

বৃহষ্পতিবার ১ নভেম্বরে থেকে সারাদেশে একযোগে শুরু হয় অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

add-content

আরও খবর

পঠিত