রোজার দ্বিতীয় জুমায়ও নগরীর মসজিগুলোতে মুসল্লিদের ভিড়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ মাসটির নাম মাহে রমজান। আর সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনের মধ্যে রয়েছে পবিত্র জুম্মার দিন। আজ শুক্রবার (১৭ মে) ১১ রোজা মাগফিরাতের শুরু ও পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুম্মা।রোজার দ্বিতীয় জুমায়ও নগরীর মসজিগুলোতে মুসল্লিদের ভিড় যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন জুম্মার নামাজ আদায়ে প্রস্তুতি ধর্মপ্রাণ মুসলমানদের।

রোজাদাররা মহান সৃষ্টিকর্তার দরবারে মাথা ঠেকিয়ে তার আনুগত্যতা শিকারের পাশাপাশি দেশ ও মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করতে হাজির মসজিদে। রমজানের দ্বিতীয় জুম্মায় নারায়ণগঞ্জ নগরীর মসজিদগুলোতে ছিলো উপচে পড়া ভিড়। নামাজের সময় দেখা গেছে মসজিদে এবং বারান্দায় স্থান সংকুলান না হওয়ায় অসংখ্য মুসুল্লি মসজিদের ছাদ, রাস্তায় পাটের ছালা-চট-মাদুর-চাটাই বিছিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন জুম্মার নামাজ আদায়ে।রোজার দ্বিতীয় জুমায়ও নগরীর মসজিগুলোতে মুসল্লিদের ভিড়

মসজিদগুলোতে নামাজের আগে বিশেষ বয়ান হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদের ইমাম। মোনাজাতে মুসল্লিদের বিভিন্ন গুনাহ উল্লেখ করে তা থেকে মুক্তি চাওয়া হয়। এসময় মৃত, অসুস্থসহ দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

add-content

আরও খবর

পঠিত