নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে র্যাব-১১ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের এর অভিযানে কয়েকটি মশার কয়েল কারখানা ও রেষ্টুরেন্ট এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১১ নভে¤¦র) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার, মাদানীনগর ও দক্ষিণ সানারপাড় এলাকায় এ বিশেষ অভিযান পরচিালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা এবং ভেজাল কয়েল তৈরীর অপরাধে প্রতিষ্ঠানগুলোকে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা সহ একটি রেষ্টুরেন্টকে সিলগালা করে দেয়া হয়েছে। রাতে গণমাধ্যমে প্রেরিত র্যাব-১১ এর সহকারী পরিচালক মো. সুমিনুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এসব কারখানা ও রেষ্টুরেন্ট প্রতি মাসে ৬০ লক্ষ ২৪ হাজার টাকার গ্যাস চুরি করে সরকারের রাজস্ব ফাকি দিচ্ছে এবং ভেজাল মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানগুলো হলো, শাপলা এক্সক্লুসিভ মশার কয়েল, সিগন্যাল এন্ড এ.টু জেড মশার কয়েল, জা¤¦ু, গাংচিল, ইগলু, ম্যাক্স, নাইট মাস্টার নামে বিভিন্ন খ্যাতিসম্পন্ন ব্রান্ডের নামে কয়েল তৈরী ও পাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে।
এসময় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক প্রকৌশলী মো.রবিউল ইসলাম, প্রকৌশলী মো. গোলাম মোস্তাফা খান, প্রকৌশলী মীর মোবারক হোসেন, সহ প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ সহ প্রকৌশলী গিয়াস উদ্দিন, ােম. আফসার উদ্দিন আহম্মেদ সহ র্যাব-১১ এর র্কমকর্তা ও সদস্যগণ।