নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৯ই মে বুধবার ভোরে পূর্বাচল উপশহরের ৯ নং সেক্টরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তারাব এলাকার রাজু প্রধান (২৫) ছিনতাইকারী ছিলেন বলে র্যাবের দাবী। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাসেম বলেন, র্যাব-১-এর একটি দল টহল দেওয়ার সময় সেখানে ওত পেতে থাকা ছিনতাইকারীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে দুই পক্ষের বন্দুকযুদ্ধ হয়। এসময় অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন এবং গাড়ির দরজায় একটি গুলি লেগেছে। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।