রূপগঞ্জ থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী গাজীপুরে উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ থেকে অপহৃত চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীকে অপহরণের ৭২ ঘন্টা পর শুক্রবার রাত সাড়ে ১১ টায় গাজীপুর সদরের লাগালিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে গোলাকান্দাইল বউবাজার এলাকার জামাল হাওলাদারের বখাটে ছেলে সিয়াম হাওলাদার ঐ শিক্ষার্থীকে অপহরণ করে।

শিক্ষার্থীর পিতা শ্রী পরিমল বিশ^াসের থানায় দেওয়া লিখিত এজাহার থেকে জানা গেছে, তার মেয়ে লতা রাণী (১৬) পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত ছয় মাস ধরে স্কুলে আসা-যাওয়ার পথে গোলাকান্দাইল বউবাজার এলাকার জামাল হাওলাদারের বখাটে ছেলে সিয়াম হাওলাদার কুপ্রস্তাব দেয়। এ ঘটনা লতা রাণী তার মা-বাবাকে জানালে তার মা মিলন রানী ঐ বখাটেকে শাসায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারী রাত ৮ টায় দিকে বখাটে সিয়াম হাওলাদার, তার বন্ধু শাকিল, শামীম, একরাম মোটরসাইকেলে করে বাড়ির সামনে থেকে লতা রাণীকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর সদরের লাগালিয়া এলাকার সিয়াম হাওলাদারের ভগ্নিপতি মানিক মিয়ার ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী বখাটে সিয়াম হাওলাদারকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃতা লতা রাণীকে উদ্ধার করা হয়েছে। সিয়ামকে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত