নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ থানার এসআই আক্কাস বেপরোয়া হয়ে উঠেছে। তার কাছ থেকে যে কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, যে কোন ধরনের অপরাধী টাকার বিনিময়ে ছাড় পেয়ে যাচ্ছে। সাধারন মানুষের জান মালের নিরাপত্তার চেয়ে ওই এস.আই.এর টাকাই বেশী প্রয়োজন। তিনি টাকার বিনিময়ে যে কোন ধরনের অপরাধীই হোক না কেন ছেড়ে দিতে দ্বিধা বোধ করেন না। এসআই আক্কাছ বলেন আমি টাকা খরচ করে এখানে এসেছি দু-একটা কাজ না করলে কিভাবে টাকা উঠাবো। রোববার ৬ ফেব্রুয়ারী রাতে তারাব হাটিপাড়া এলাকা থেকে খোকন নামে এক নিরীহ দিন মজুরকে আটক করে । পরে তাকে জিম্মি করে ২০ হাজার টাকার বিনিময়ে নিরীহ দিনমজুর খোকনকে ছাড়া হয়।
এর আগে গত এক মাস আগে গোলাকান্দাইল এলাকার কাজল মিয়া নামে এক ইট বালুর ব্যবসায়ীকে রাত ১০ টার দিকে আটক করে একটি ইট ভাটায় আটকে রেখে মাথায় পিস্তল ঠেকিয়ে রাতভর নির্যাতন চালিয়ে ৫ লক্ষ টাকা দাবী করেন এবং টাকা না দিলে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। পরে কাজল মিয়ার স্ত্রী ২ লক্ষ টাকার বিনিময়ে ভোর ৪ টার দিকে কাজল মিয়াকে ছাড়িয়ে নিয়ে যায়। এস আই আক্কাসের রূপগঞ্জ থানা থেকে বদলি হলেও বিশেষ ক্ষমতা দেখিয়ে পুরো রূপগঞ্জ দাবড়িয়ে রেড়াচ্ছেন।
এ ব্যপারে এস আই আক্কাছ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। বদলীর বিষয়ে জানতে চাইলে তিনি সঠিক উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।