নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল হক দুলাল ) : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সেজান জুস কারখানার আগুনে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৫ই জুলাই বৃহস্পতিবার রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত র্যাবের ফোর্সেস ৫ শতাধিক শ্রমিকের পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করে। এ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, তেল, লবণ ও আটা।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (বিপিএম), কর্ণেল আজাদ, ডিআইজি ইমতিয়াজ, র্যাব-১১ এর সিও লেপ্টেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, মিডিয়া উইং পরিচালক লেপ্টেন কর্নেল মইন হোসেন, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ ।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) মাদক উদ্ধার, জঙ্গীদের আটক, অস্ত্র উদ্ধার, জনগুরুত্বপূর্ণ মামলা আসামিকে গ্রেফতার সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি মানবিক সহায়তার অগ্রণী ভূমিকা রাখছে। সেজান জুস কারখানার শ্রমিকদের সাথে ঈদ-উল-আযহার আনন্দ ভাগাভাগী করতেই এ সহায়তা প্রদান করা হয়েছে।