রূপগঞ্জ ইউ‌পি নির্বাচ‌নে কেন্দ্র প‌রির্দশ‌নে এস‌পি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : রূপগঞ্জ ইউ‌নিয়ন পরিষদ নির্বাচ‌নের সা‌র্বিক আইন শৃঙ্খলার খোঁজ খবর নি‌লেন নারায়ণগঞ্জ জেলা পু‌লিশ সুপার ‌মো. হারুন অর র‌শিদ। ১৪ অক্টোবর সোমবার দুপু‌রে ইউ‌নিয়‌নের বিভিন্ন ‌ভোট কেন্দ্র প‌রিদর্শন ক‌রেন তি‌নি।

 এ সময়  তিনি ভোট কেন্দ্রে আসা সাধারণ ভোটার ও ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদের সাথে কথা বলে এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন ।

প‌রিদর্শনকালে এসপি বলেন, ভোট কেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করিবে। । আমাদের একটাই লক্ষ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পূর্ণ করা ।

তিনি আরও বলেন, ঢাকার অতি নিকটে এ রূপগঞ্জ । এ প্রথম ইভিএম পদ্ধতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । যেনো কোন বিশৃঙ্খলা ছাড়াই এ নির্বাচন সম্পন্ন করার জন্য জেলা পুলিশ নারায়ণগঞ্জ মাঠে আছে ।

এসময় ব্রাহ্মনখা‌লি হা‌বিবুর রহমান হা‌রেজ কিন্ডার গা‌র্ঢেন স্কু‌লের ভোট কেন্দ্রে প‌রিদর্শ‌নে গে‌লে নৌকা প্রতী‌কের প্রার্থী ছালাউ‌দ্দিন ভূঞা জানায়, সকাল থে‌কেই ভোটাররা আস‌ছে। কোন ধর‌ণের সমস্যার সম্মু‌খিণ হয়‌নি। ভোটারদের ব্যপক সাড়া পা‌চ্ছেন। এছাড়াও তি‌নি সক‌লের ভোট প্রদান শেষ হ‌লে ‌বিজয়ী হ‌বেন ব‌লেও প্রত্যাশা ব্যক্ত ক‌রেন। দা‌য়িত্বপ্রাপ্ত ‌পিজাই‌ডিং অ‌ফিসার জানায়, বেলা বাড়ার সা‌থে ভোটার‌দের আগমন বাড়‌ছে। এখন পর্যন্ত ৫০ পার্সেন্ট ভোট কাস্ট হয়ে‌ছে।এসময় উপ‌স্থিত ছি‌লে, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়াটার) সুভাষ চন্দ্র সাহা, জেলা পু‌লি‌শের মি‌ডিয়া উ‌য়িং (ডিআইওট‌ু) ইন্সপেক্টর সাজ্জাদ রোমন, এএসপি আফসার উদ্দিন খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাহমুদুল হাসান, তদন্ত মোহাম্মদ এমদাদুল হক সহ অন্যান্য কর্মকর্তাগণ।

add-content

আরও খবর

পঠিত