নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলায় প্রশাসনের অসহযোগীতা, কারচুপি, জোরপূর্বক ভোট প্রদান, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও প্রার্থীদের নাজেহাল করার অভিযোগে ৭ প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভোট বর্জন করেছেন। রোবাবর (৩১ মার্চ) দুপুর আড়াইটায় পৃথকভাবে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষনা দেন।
ভোট বর্জনের ঘোষনা দেয়া প্রার্থীরা হলেন, চেয়ারম্যান প্রার্থী তাবিবুল কাদির তমাল, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হারেজ, মোতাহার হোসেন নাদিম, অ্যাডভোকেট স্বপন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার চম্পা, অ্যাডভোকেট শায়লা তাহসীন সিথী ও হ্যাপি আক্তার।
বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ বলেন, সকালে সুষ্ঠু ভোটের ডামি দেখিয়ে দুপুরে কেন্দ্রে কেন্দ্রে একযোগে ব্যাপকহারে সিল মেরে নেয় মন্ত্রী সমর্থিত প্যানেল। এ সময় প্রার্থীদেরও নাজেহাল করেন সরকারি দলের লোকজন। আমরা প্রশাসনের সহযোগীতা চেয়ে পাইনি।