নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনয়নের জিন্দা, টেকদাসেরদিয়া, কালনি, বড় আমদিয়া মৌজা নিয়ে গড়ে উঠেছে মেরিন সিটি নামক আবাসন কোম্পানী। এ কোম্পানীর বালু ভরাট ও বিভিন্ন উন্নয়ণ কাজের দখলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২দিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ২৫টি মটরসাইকেল ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ২রা জানুয়ারি রবিবার ও ৩ই জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায়। এ ঘটনায় সোমবার দুপুরে জাহাঙ্গীর চেয়ারম্যানের পক্ষ থেকে রোবেল হোসেন বাদী হয়ে ২৯ জনকে এজাহার নামীয় আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, মেরিন সিটির বালু ভরাট, রাস্তা নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন কাজ পায় দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারসহ তার লোকজন। ওই উন্নয়ন কাজের দাবি করেন জিন্দা এলাকার সাবেক মেম্বার বিল্লাল হোসেন ও তার লোকজনও। এ কাজের আধিপত্য নিয়ে বেশ কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। রবিবার সকালে মেরিন সিটিতে বালু ভরাটসহ উন্নয়ন কাজ করতে যায় দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের লোকজন। এসময় বিল্লাল হোসেন, মঞ্জুর হোসেন, রায়হান, নাহিদ, মাসুদ, ফয়সালসহ তাদের লোকজন কাজে বাঁধা দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে মীমাংশার চেষ্টা চালায়। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশের উপস্থিতিতেই বিল্লাল হোসেনসহ তার লোকজন ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ২৫টি মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার বলেন, আমরা নিয়মানুযায়ী ওই প্রতিষ্ঠান থেকে উন্নয়ন কাজ পেয়ে কাজ করতে গেলে সন্ত্রাসীরা বাঁধা দেন এবং হামলার ঘটনা ঘটায়। যা খুবই ন্যাক্কারজনক।
অভিযুক্ত সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, বিগত সময় গুলোতে আমরা কাজ করেছি। এখন জোরপূর্বক কাজ করতে চাচ্ছে জাহাঙ্গীর চেয়ারম্যান ও তার লোকজন। আমাদের আনীত অভিযোগ সঠিক নয় বলেতিনি দাবী করেন।
মেরিন সিটির ব্যবস্থাপনা পরিচালক জহির বলেন, উভয় পক্ষের সমাধান হওয়া না পর্যন্ত আমাদের কোম্পানীর সকল কাজ বন্ধ রাখা হয়েছে। সমাধানের পর কাজ করার নির্দেশ দেয়া হবে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।