রূপগঞ্জে ১৪৪ ধারা : জারিকৃত স্থানে সভা না করে পৃথক স্থানে আ:লীগের শোক সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  উপজেলার সফুরা খাতুন কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগের দুই গ্রুপের ডাকা সভায় সংঘাতের আশঙ্কায় প্রশাসন আজ মঙ্গলবার সভাস্থলে ১৪৪ ধারা জারি করে। আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ জারি অব্যাহত থাকবে। তবে এরই পরিপ্রেক্ষিতে আওয়ামীলীগের দুই গ্রুপই জারিকৃত স্থানে সভা না করে পৃথক স্থানে শোক সভা, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করে।

২ রা আগস্ট বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় শোকসভা ও কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় আলোচনা সভা কর্মসুচী পালন করা হয়। পিতলগঞ্জ এলাকার আশালয় আবাসন প্রকল্প এলাকায় আয়োজিত মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজ উপলক্ষ্যে শোকসভায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে  সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রোল মডেল। আর এসব সম্ভব হচ্ছে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার স্বপ্ন এদেশে দারিদ্রতা থাকবেনা। বেকার থাকবেনা। আওয়ামীলীগ সরকারের উন্নয়নে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত জোট ও তাদের দোসর জঙ্গিগোষ্ঠি উঠে পড়ে লেগেছে।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য এমায়েত হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ভুইয়া রাজিব, মাহাবুবুর রহমান মেহের, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, রেজাউল করিম মানজু, শাহাবুদ্দিন মেম্বার, আব্দুল মালেক মাষ্টার, আফতাব উদ্দিন আহাম্মেদ প্রমুখ।

অপরদিকে, আগামী ১৫ আগস্ট মিলাদ ও কাঙ্গালীভোজ আয়োজনের লক্ষ্যে নাওড়া এলাকায় অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি ডাঃ খালেদা বেগম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার শামীম আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা  ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত