রূপগঞ্জে স্বাস্থ্যসহকারীদের কর্মবিরতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : দাবী আদায় না হলে স্বাস্থ্য সহকারীদের হাম রুবেলা ক্যাম্পেইন বর্জনের ঘোষণায় দিয়েছে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারীরা । এতে  অনিশ্চিত হয়ে পড়েছে টিকাদান কর্মসূচী।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কর্মরত স্বাস্থ্য সহকারীরা এ  কর্ম বিরতি কালে একটি প্রতিবাদ সভা করেন। এতে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুব্রত সাহা। এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক নেতা উত্তম কুমার সেন। আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ইয়াকুব মিয়া, উপজেলা শাখার সাধারন সম্পাদক  শাহ আলম মিয়া, সজীব মীর, জিয়াউদ্দিন ফরহাদ, মাসুম মিয়া, মহাদেব অধিকারী, খাদিজা আক্তার, আজমুদা প্রমুখ।

স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ জেলা সাধারন সম্পাদক  ইয়াকুব মিয়া ক্ষোভ জানিয়ে বলেন, যেখানে পশু চিকিৎসায় সহায়তাকারী কিংবা টিকাদানকারীদের ১১৩ম গ্রেড  রয়েছে সেখানে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে, আমাদের শিশু সন্তানদের টিকাদানের মতো সম্মানজনক কাজ করে মর্যাদা পাচ্ছি না। এ চরম বৈষম্য দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। নচেৎ কেন্দ্রীয় সমন্বয়কারীদের পাশে থেকে অধিকার আদায় করতে  কঠোর আন্দোলন করে যাবো।

সভাপতি সুব্রত শাহা তার বক্তব্যে  বলেন, প্রধানমন্ত্রী আমাদের গ্রেডেশন মেনে নেয়ার পর ২০ বছর পেরিয়ে গেলেও কি কারণে বাস্তবায়ন করেনি তা রহস্যজনক।

add-content

আরও খবর

পঠিত