নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রতন মিয়া ও তার স্ত্রী সোনিয়া বেগমকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের চাচা আব্দুল জলিল মিয়া জানান, ভাতিজা রতন মিয়ার পাশ^বর্তী বাড়ি কবির হোসেনের কাছ থেকে সাপ্লাইয়ের পানি দেয়ার জন্য অগ্রিম এক হাজার টাকা ও মাসিক দুইশত টাকা করে দেওয়ার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পানি ব্যবহার হরে আসছে রতন মিয়া। সোমবার সকালে কবির হোসেনের স্ত্রী রতন মিয়ার কাছে পানি সাপ্লাইয়ের ২০০ টাকা চাইতে গেলে রতন মিয়া ২/৩ দিন পরে দিবে বলে কবিরের স্ত্রীকে জানান। পরে পাশ^বর্তী বাড়ির আব্দুল আলী মিয়া রতন মিয়ার পানির লাইন কেটে দিতে বলেন। এ সময় আব্দুল আলী মিয়া ও রতন মিয়ার সঙ্গে তর্ক-বিতর্ক হয় । তর্ক-বিতর্কের এক পর্যায়ে আব্দুল আলী মিয়ার ছেলে রনি মিয়া রতন মিয়াকে পিটিয়ে আহত করে। রতন মিয়ার ডাক-চিৎকারে তার স্ত্রী সোনিয়া বেগম তার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে আব্দুল আলী মিয়া ও তার ছেলে রনি মিয়া তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে আব্দুল জলিল মিয়া বাদী হয়ে তিন জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি ভভিযোগ দায়ের করেন।।
এ ব্যাপরে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।