নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জরে রূপগঞ্জে পারবিারকি কলহরে জরে ধরে স্ত্রী জান্নাতুল ফরেদৌসরে হত্যা মামলায় স্বামী আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসলেকে মৃত্যুদণ্ড দয়িেেছ আদালত। একই সাথে ২০ হাজার টাকা অনাদায়ে ৬ মাসরে বনিাশ্রম কারাদণ্ড। বৃহস্পতবিার দুপুরে জলো ও দায়রা জজ ৩য় আদালতরে বচিারক মো. আমনিুল হক আসামীর উপস্থতিতে এ রায় ঘোষণা করনে।
দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ চট্টগ্রামরে চন্দনগাঁও এলাকার একএেম ফরদি আহমদে চৌধুরীর ছলে। নিহিত জান্নাতুল ফরেদৌস খুলনার খালশিপুর এলাকার জহরিুল ইসলামরে ময়ে। তারা সর্ম্পকে স্বামী-স্ত্রী। রূপগঞ্জরে মকৈুলি এলাকার হাববিুর রহমানরে বাসায় ভাড়াটয়িা হসিেেব বসবাস করতো।
আদালতরে অতরিক্তি পাবলকি প্রসকিউিটর
সালাহ উদ্দনি সুইট জানান, ৪ নভম্বের ২০২২ সালে পারবিারকি কলহরে জেের স্বামী আব্দুল্লাহ ছুরকিাঘাত করে তাকে হত্যা কর। নিহিতরে মা শারমনি আক্তার ডলি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়রে করনে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণরে ভত্তিেিত এ রায় ঘোষণা করা হয়।
নহিতরে মা শারমনি আক্তার রায়ে সন্তোষ প্রকাশ করে আসামী মৃত্যুদন্ড দ্রুত র্কাযকর করার দাবি করনে।