রূপগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রূপগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল, মৈকুলী ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের মায়ারবাড়ী এলাকায় এ কর্মসুচী পালন করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজ, গোলাকান্দাইল মজিবুর রহমান ভুইয়া উচ্চ বিদ্যালয় ও পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর  করে। এছাড়া শিক্ষার্থীরা মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাড়কে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন।

এদিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের মায়ারবাড়ী এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

add-content

আরও খবর

পঠিত