রূপগঞ্জে সিটি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চল উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টায়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন তিনি। সিটি অর্থনৈতিক অঞ্চলের ভেতরে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অঞ্চলটি হলে প্রাথমিকভাবে কর্মসংস্থান হবে ৩ হাজার লোকের।

জানা যায়, দেশে ভোগ্যপণ্য খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী সিটি গ্রুপ একটি বেসরকারী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে। আগামী তিন বছরের মধ্যেই সেখানে সিটি ইকোনমিক জোন তৈরি হবে। চলতি বছরে এ অঞ্চলে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদ ঘেঁষা নোয়াগাঁও, চরগন্ধবপুর ও উত্তর রূপসী মৌজায় ৭৮ একর জমির উপড় এ অঞ্চল হতে চলেছে। বীজ প্রক্রিয়াকরণ, অটোরাইস মিল, ডালের মিল ও ভোজ্য তেলের কারখানা করার পরিকল্পনা রয়েছে এ অঞ্চলে।

সিটি গ্রুপ কতৃপক্ষ সূত্র জানা গেছে, এ অঞ্চলে প্রাথমিকভাবে ৩ হাজার লোকের কর্মসংস্থান হবে। পরবর্তী ৫ বছরে ২০ হাজার লোকের কর্মসংস্থান হওয়ার আশা প্রকাশ করছেন কতৃপক্ষ।

add-content

আরও খবর

পঠিত