নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রবিবার ৬ মে সকালে উপজেলার কর্ণগোপ এলাকায় সরকারী জমির মাটি কাটার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, দেলোয়ার হোসেন (৩০), মামুন মিয়া (২৫), তাহের মিয়া (২৫), আরিফ হোসেন (২৬), রিয়াত (২৪) ও রিয়াজ (২০)। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বাদী হয়ে ৫০ লাখ টাকার সরকারী মাটি লুট করা হয়েছে উল্লেখ করে, মাটি লুট চক্রের হোতা জয়নাল হাজারীসহ গ্রেফতারকৃত ছয় জনকে আসামীকে করে মামলা দায়ের করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, কর্ণগোপ এলাকার ভুমিদস্যু জয়নাল হাজারীর নির্দেশক্রমে একটি মাটি লুট চক্র কর্ণগোপ এলাকার সরকারী জমির মাটি কেটে নিচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয় জনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি লুট চক্রের প্রধান হোতা জয়নাল হাজারীসহ অন্যরা ছটকে পরে।