নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর ব্রাক্ষ্মণখালী এলাকার বাসিন্দা ও কাঞ্চন সলিম উদ্দিন চৌধুরি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্র সাদিকুল ইসলাম রিয়ন (১৭) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে ২৭ই মার্চ শনিবার রাত পৌনে এগারোটায় নিহত হয়েছেন। আহত তার পিতা জহিরুল ইসলাম কচি (৩৮), মা জোসনা বেগম (৩২), ছয় মাস বয়সের ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলামকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা রফিকুল ইসলাম হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, ২৭ মার্চ শনিবার বিকালে সাদিকুল ইসলাম রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তার পিতা জহিরুল ইসলাম কচি ও মাতা জোসনা বেগম ভুলতা হাসপাতালে যাওয়ার পথে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওৎ পেতে থাকা সস্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা রামদা, চাপাতি, ছেন, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, এসএস পাইপ সহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের এলো পাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোক জন ছুটে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঢাকার মকবাজারের রফিকুল ইসলাম হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নিহত সাদিকুল ইসলাম রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে নয় জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ ইউনিয়ন পষিদের চেয়ারম্যান আলহাজ্ব মো.ছালা উদ্দিন ভুঁইয়া বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনা উচিত।
রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠ ুতদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।