রূপগঞ্জে সংঘর্ষে কিশোর নিহত, বিদেশী পিস্তলসহ আটক ৭

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে দুই দিনব্যাপী টানা সংঘর্ষে সজল মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ আহত অন্তত ২৫ জন। ১৭ জুন শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির মোল্লা।

নিহত সজল চনপাড়ার ৯ নং ওয়ার্ডের ৮ নং প্লটের বুলু মিয়ার ছেলে। সে সারুলিয়ায় অরপেট নামে একটা সোয়েটার কারখানায় কাজ করতো। এ ঘটনায় পুলিশ ২ রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ ৭ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড় মাস যাবত চনপাড়ার সন্ত্রাসী জয়নাল গ্রুপের সাথে রাজা ও সিটি শাহিন গ্রুপের দফায় দফায় সংঘর্ষ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন বৃহস্পতিবার ফের সংঘর্ষের ঘটনা ঘটে। যা থেকে থেমে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলছিল। এই সংঘর্ষে পারভীন, ডন আরিফ, মামুন, ফেরদৌস, হিরা, জুবায়ের, জালাল, শাওন, শহিদ, কাদেরসহ ২৫ জন আহত হয়। এদের মধ্যে ইটের আঘাতে আহত সজলকে শুক্রবার বিকাল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায় সে। নিহত সজল রাজা ও সিটি শাহিন গ্রুপের সদস্য বলে স্থানীয়রা। এ ঘটনায় নিহত সজলের মা বাদী হয়ে ৪১ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

এদিকে, মামলার ভিত্তিতে পুলিশ শনিবার সকালে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী আলমগীর, দিন ইসলাম, জয়, সম্রাট, সজল, রনি ও আগুন পিংকিকে আটক করে। এসময় রনির দেহ তল্লাশী করে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল জব্দ করেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নারায়ণগঞ্জ মো. আমির খসরু বলেন, হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৭ জনকে আটক করে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

add-content

আরও খবর

পঠিত