রূপগঞ্জে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাঁতীকে উদ্ধার, নির্যাতনকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দাবিকৃত ৫০ হাজার টাকা না পেয়ে ও বকেয়া বেতন-ভাতা চাওয়ার অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাষন্ডরা ১৫ দিন শিকল দিয়ে বেঁধে রেখে আনছারুল ইসলাম (১৪) নামে এক শিশু জামদানি তাতঁ শিল্প কর্মী (তাঁতী) কে শারিরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ঐ শিশু জামদানি তাঁতীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতনকারী জামদানি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আক্তার হোসেন দক্ষিন  রূপসী এলাকার সরাফত আলীর ছেলে। গত ২২ ফেব্রুয়ারী সোমবার  রাত পৌনে ১১টার দিকে উপজেলার দক্ষিন রুপসী এলাকা থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় শিশু তাঁতীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আনছারুল ইসলাম লালমনির হাট জেলার হাকিবান্দা থানার মধ্যে গুন্দিমারী এলাকার মোতালিব মুন্সীর ছেলে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, দক্ষিন রূপসী এলাকার আক্তার হোসেনের বাড়িতে দীর্ঘ দিন ধরে জামদানি বুনে আসছে শিশু আনছারুল ইসলাম। কয়েক মাস ধরে কোন প্রকার বেতন-ভাতা না দেয়ায় আক্তার হোসেনকে জামদানি বুনবেন না বলে সাফ জানিয়ে দেয় আনছারুল।  কিন্তু উল্টো আক্তার হোসেন ঐ শিশু তাঁতীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পাওয়ায় ও জামদানি বুনবে না বলায় ক্ষিপ্ত হয়ে আক্তার হোসেনসহ তার লোকজন গত ১৫ দিন ধরে আনছারুল ইসলামকে শিকলে বেঁধে রেখে জামদানি বুনতে বাধ্য করেছে। এছাড়া জামদানি বুনতে ধীরগতি হলেই শারিরিক নির্যাতন চালানো হতো। ঘটনার বিবরন দিয়ে আনছারুল ইসলামের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঐ অভিযোগের ভিত্তিত্বে সোমবার রাত পৌনে ১১টার দিকে দক্ষিন রূপসী এলাকা থেকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার ও নির্যাতনকারী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামীকে নারায়নগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত