নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দাবীকৃত যৌতুকের টাকা না দেয়ায় হালিমা বেগম নামে এক গৃহবধুকে পিটিয়ে ঘরছাড়া করল স্বামী সহ শশুরবাড়ীর লোকজন। রবিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতিত গৃহবধু হালিমা বেগম জানান, গত ৪ বৎসর পূর্বে উপজেলার গোলাকান্দাইল দক্ষিনপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ উল্লাহ রেদওয়ানের সঙ্গে বিয়ে হয় হালিমা বেগমের। বিয়ের পর তাদের সংসারে মাহমুদ নামে এক পুত্র সন্তান হয়। গত কয়েক মাস ধরে স্বামী মোহাম্মদ উল্লাহ রেদওয়ান তার স্ত্রীকে ১০ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে। তাতে অপরাগতা প্রকাশ করলে তার স্বামী রেদওয়ান,শশুর গোলাম মোস্তফা, শাশুরি সাহেরা বেগম সহ দেবর মামুন ও রায়হান মিলে হালিমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে সন্তানসহ ঘর থেকে বের করে দেয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে দাবী করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।