নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় দুই সন্তানের জননী ও অন্তঃসত্তা স্ত্রীকে পিটিয়ে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে স্বামীসহ শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া বাদ্যকরপাড়া এলাকার এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতিতা গৃহবধূর অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ বছর পূর্বে আড়াই হাজার থানার হাফিজউদ্দিনের মেয়ের সঙ্গে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া বাদ্যকরপাড়া এলাকার শহরআলীর ছেলে মো. আলী খোকার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে আলিফ মিয়া ও মুসফিক নামে দুই সন্তানের জন্ম হয়। পরে ঐ গৃহবধূ ৩ মাসের অন্তঃসত্তা হয়। বেশ কিছুদিন ধরে গৃহবধূর স্বামী শহর আলী তার স্ত্রী রোমানা আক্তারের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের টাকার জন্য গৃহবধূকে প্রায়ই নির্যাতন করা হতো। মঙ্গলবার রাতে যৌতুকলোভী স্বামী তার স্ত্রীর কাছে ২ লাখ টাকা দাবী করে। যৌতুকের টাকা না দেওয়ায় অন্ত:সত্তা স্ত্রীর পেটে লাথি মারে এবং তার পরিবারের লোকজন বেধড়ক পেটায়। পরে আশপাশের লোকজন তাকে আহত গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে স্বামী ও শশুরবাড়ির লোকজনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।