নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ রূপগঞ্জে হাট বসানোকে কেন্দ্র করে জাকির হোসেন (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩১ জানুয়ারী) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের গাওছিয়া তাঁতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ভুলতা ইউনিয়নের যুবলীগের সদস্য ছিলেন। তিনি রূপগঞ্জ উপজেলার মোরতুজাবাদ এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
নিহতের স্ত্রী ফারজানা জানান, তাঁতবাজার এলাকার একটি পরিত্যক্ত জমিতে হাট বসান তার স্বামী। এ নিয়ে স্থানীয় মেম্বার আমীর হোসেন ও শাহ আলমসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। সকালে তার স্বামী তাঁতবাজারে গেলে ১০/১২জন জাকির হোসেনকে কুপিয়ে আহত করে। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। গুরুতর আহত অবস্থায় সকাল পৌনে ১০টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির আইসি এসআই বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।