নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় ১লা এপ্রিল বৃহস্পতিবার রাতে চায়ের দোকানের জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর ভূইয়াকে (৪০) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়। নিহত আলমগীর ভুূইয়া গোলাকান্দাইল মধ্যেপাড়া এলাকার আব্দুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের লোকজন জানায়, গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় একটি চায়ের দোকানের জমি নিয়ে মাযাহারুলের সঙ্গে একই এলাকার নুরুল হকের বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার রাতে ঐ সৃষ্ট বিরোধকে কেন্দ্র মাযাহারুলের বোন হামিদার সঙ্গে নুরুল হকের ছেলে মামুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মারপিটে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মাযাহারুলসহ প্রতিপক্ষের লোকজন নুরুল হকের ছেলে সুমন ভূইয়া, মামুন, মিঠু ও আব্দুল হকের ছেলে আল-আমিন ভূইয়াকে পিটিয়ে আহত করে। এ সময় আব্দুল হকের আরেক ছেলে আলমগীর ভূইয়া তার ভাই সুমনকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত আলমগীর ভূইয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাযাহারুলের সঙ্গে যোগাযোগ করা হলে সে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, উভয় পক্ষের মারপিট ও ঝগড়া দেখে আলমগীর ভূইয়া স্ট্রোক করে মারা গেছে বলে তিনি দাবী করেন। রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।