নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আইপিএল খেলার বাজি ধরার টাকা না পেয়ে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৭ মে রবিবার রাত ৮ টার দিকে উপজেলার মুড়াপাড়া নগড় এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত রুবেল মিয়া মুড়াপাড়া নগর এলাকার মৃত আজমত আলীর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ভারতের জনপ্রিয় টি টুয়েন্টি সানরাজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ফাইনাল খেলাকে কেন্দ্র করে মুড়াপাড়া নগড় এলাকার চান মিয়ার ছেলে সুরুজ, আজম উদ্দিনের ছেলে নয়ন ও বাদল মিয়ার ছেলে কাজলের সঙ্গে রুবেল মিয়ার বড় ভাই মোমেন মিয়া বাজি ধরেন। বাজিতে মোমেন মিয়া হেরে যান। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হলে মোমেন বাড়িতে চলে যান সুরুজ, নয়ন ও কাজল মোমেনকে বাজির টাকার জন্য বাড়ি থেকে ডেকে এনে টাকার জন্য চাপ প্রয়োগ করে। টাকা দিতে না পাড়ায় তারা মোমেন মিয়াকে বেধড়ক পেটায়।
এসময় তার ডাকটিৎকারে তাকে বাঁচাতে তার ছোট ভাই রুবেল মিয়া এগিয়ে এসে তাদেরকে টাকা দেওয়ার আশ্বাস দেয়। বাজিকররা তাৎক্ষনিকভাবে টাকা দাবী করে। তাৎক্ষনিকভাবে টাকা দিতে না পাড়ায় তারা কলেজ শিক্ষার্থী রুবেল মিয়াকে এলোপাথারীভাবে কুপিয়ে জখম করলে সে মাটিতে লুটে পরে। পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে।