নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ময়লার স্তুপ থেকে মাকসুদা বেগম (২২) নামে স্পিনিং মিলের তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তরুণীর ননদ পিয়ারা বেগমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
মাকসুদা বেগম কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার ভাটিভরাটিয়া এলাকার গোলাপ মিয়ার মেয়ে। গত ৬ মাস আগে ময়মনসিংহ জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়াউল এলাকার জানু মিয়ার ছেলে রাব্বানির সঙ্গে মাকসুদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রী রূপগঞ্জ উপজেলার বরাব এলাকার আব্দুর রশিদের বাড়িতে বসবাস করে আসছেন। মাকসুদা বেগম স্থানীয় ফারিয়া স্পিনিং মিলের অপারেটর হিসেবে কাজ করে আসছিলো। আর রাব্বানি রিক্সা চালিয়ে আসছিলেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে ই আলম সিদ্দীকি জানান, বরাব এলাকার আব্দুর রশিদের বাড়ির পেছনের ময়লার স্তুপে তরুণীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ বিকেল ৪টার দিকে মাকসুদা বেগমের লাশ উদ্ধার করেন। পুলিশের ধারণা, হয়তো ২/১ দিন আগে যেকোন সময় দুর্বৃত্তরা মাকসুদা বেগমকে শ^াসরোধে হত্যার পর ময়লার স্তুপে ফেলে রেখে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে রাব্বানির সঙ্গে মাকসুদা বেগমের প্রায় সময়ই ঝগড়া-বিবাদ হতো। স্বামী রাব্বানিসহ ননদ পিয়ারা বেগম ও ননদের স্বামী বাবুল মিয়া মিলে প্রায় সময়ই মাকসুদা বেগমকে শারিরিক নির্যাতন করতো। ঘটনার পর থেকেই রাব্বানি ও বাবুল মিয়া পলাতক রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।