রূপগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখী সংঘর্ষে নিহত-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মোটরাইকেল ও ইছারমাথা (ট্রাক্টর) মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল আরোহী তানভীর (১৬) নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তানভীর দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জামান মিয়ার ছেলে। দেবই কাজিরবাগ মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, নিহত তানভীর তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেলদী বাজারে যাচ্ছিলেন। এসময় একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে সড়কে চলাচল নিষিদ্ধ ইছারমাথা (ট্রাক্টর) সড়কে উঠার সময় বীরহাটাব খান বাড়ির সামনে মটর সাইকেল ও ইছারমাথার (ট্রাক্টর) মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তানভীর নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তানভীর ও দূর্ঘটনা কবলিত মটর সাইকেল ও ইছারমাথা (ট্রাক্টর) উদ্ধার করে।

এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে সড়ক দূর্ঘটনা নিহত প্রত্যেক পরিবারকে নগদ অর্থ অনুদানের ঘোষনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ঘোষনামতে সড়ক দূর্ঘটনায় নিহত তানভীরের পরিবারকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং নিষিদ্ধ ইছারমাথা সড়ক ও মহাসড়কে চলাচল নিষেধ করে দেন। এরপর থেকে কোন সড়কে যদি নিষিদ্ধ ইছারমাধা চলাচল করে তাহলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ারও ঘোষনা দেন ইউএনও। এজন্য একাবাসীকে সচেতন হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

add-content

আরও খবর

পঠিত