নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধেকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মাদ্রাসার সহকারী অধ্যাপক ও তার স্ত্রী এবং তিন সন্তানকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) সকালে উপজেলার হাটাব টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শামসুল হক সরকার উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী সাহাজদ্দিন ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক।
আহত অধ্যাপক শামসুল হকের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ বছর ধরে হাটাব টেক পাড়া এলাকায় ২৪ শতাংশ জমি ক্রয় কিনে বাড়ী নির্মান করে বসবাস করে আসছেন। তার ক্রয়কৃত জমি থেকে একই এলাকায় মৃত হামিদুল্ল্যার ছেলে আব্দুর রহমান, আব্দুর রহিম, মোতাহার, ইসমাইল, ও মৃত বেলায়েত হোসেন ছেলে শামীম ১৪ শতাংশ জমি দাবী করেন আসছেন। সোমবার সকাল ১০ টার দিকে শামছুল হক সরকার জমিতে পাকা বাড়ী নির্মান করার জন্য কাজ শুরু করেন। এসময় প্রতিপক্ষ শামীম, আব্দুর রহমান, আব্দুর রহিম, মোতাহার, ইসমাইল এসে মাটি পরীক্ষা করতে বাধা দেয়। উভয় পক্ষের সাথে কথাকাটাটি হয়। একপর্যায়ে মোতাহার, ইসমাইল, আব্দুর রহমান, আব্দুর রহিম, শামীমসহ ৭/৮ জন তাদের উপর হামলা চালিয়ে সহকারী অধ্যাপক শামসুল হক সরকার, স্ত্রী জামিলা খাতুন, তার ছেলে জিলানী সরকার, ছোট ছেলে আবু জাফর, মেয়ে মাকসুদাকে কুপিয়ে জখম করে। আশে পাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত মোতাহার ও ইসমাইলের সঙ্গে যোগাযোগ বলেন তরা বলেন, শামছুলের জমিতে জমি থেকে আমরা জমি পাওনা রয়েছি। আমাদের হিস্যা না বুঝিয়ে দিয়ে সে নির্মান কাজ শুরু করোয় আমরা বাঁধা দেই। এসময় আমার ভাই আব্দুর রহমাকে কুপিয়ে জখম করে শামছুলের লোকজন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হক বলেন, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।