নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জহিরুল ওরফে ইয়াবা জহির (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সরকার জানান, জহিরুল ওরফে ইয়াবা জহির দীর্ঘদিন ধরে মুড়াপাড়া, মাছিমপুর, হাউলিপাড়াসহ বেশ কয়েকটি এলাকায ইয়াবা বিক্রি করে আসছে। শনিবার রাত ৯ টার দিকে অভিযান পরিচালনা জহিরের বাড়ির সামনের রাস্তায় ইয়াবা বিক্রি করার সময় ৫২ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহিরুল ওরফে ইয়াবা জহির মাছিমপুর এলাকার মৃত বারেক মিয়ার ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এস আই।