রূপগঞ্জে মাংস বিক্রেতাকে হত্যা করে টাকা লুট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেলিম মিয়া (৬৫) নামে এক মাংস বিক্রেতা (কসাই) কে শ্বাসরোধ করে হত্যা করে ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ই মার্চ শনিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহতের ছেলে আরিফ হোসেন জানান, তার পিতা সেলিম মিয়া দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়ারা এলাকার বেলদী বাজারে তার ছেলে আলতাফ হোসেনকে নিয়ে একটি মাংস বিক্রির দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। শনিবার রাতে গরু কেনার ২ লাখ টাকা নিয়ে তার পিতা বাড়ি চলে যায়। রাত পৌনে ১২ টার দিকে আরিফ হোসেন ও তার ভাই আলতাফ হোসেন বাড়িতে গিয়ে দেখে পিতার ঘরের দরজা খোলা। আলতাফ ঘরের ভিতর তার পিতা সেলিমের লাশ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের ছেলে আরিফের দাবি তার পিতা সেলিম মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের প্রতিবেশী জৈনক ব্যক্তি হয়তো শ্বাসরোধ করে হত্যা করে সাথে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে। তার পিতার মাথায় এবং ডান হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন রযেছে। এছাড়া মরদেহের মুখে রক্ত লেগে ছিল।

এ ব্যাপারে ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহালে নিহতকে হত্যা করার বড় কোন আলামত খুঁজে পাওয়া যায়নি। মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই মুহুর্তে সঠিক কোনভাবে কিছু বলা যাচ্ছে না। উদ্ধার হওয়া ব্যক্তির মৃত্যু প্রশ্নবিদ্ধ হওয়ায় এমনকি তাকে হত্যা করা হয়েছে নিহতের পরিবারের এমন দাবীর প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তাছাড়া চুড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত