নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ভূলতা-হাটাব ঢুলুরদিয়া সড়কের বেহাল দশা। এলজিইডি অধীনে হাটাব শিমুলতলা এলাকার ১কিলোমিটার সড়ক ভাঙ্গার কারনে পুরো সড়কটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থী, জনসাধারন ও যানবাহনসহ ১০ গ্রামের ৩৫ হাজার লোকের ভোগান্তি চরমে পৌঁচেছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ভুলতা গাউছিয়া থেকে হাটাব হয়ে ঢুলুরদিয়া পর্যন্ত জনসাধরনের চলাচলের এই সড়কটি শিমুলতলা এলাকায় ১ি কলোমিটার ভেঙ্গে যাওয়ার কারনে জনসাধরনের ভোগান্তি চরমে পৌঁচেছে। এলাকাবাসী জানায়,উপজেলার আমলাবো, কালী, হাটাব, আতলাশপুর, টেকপাড়া, এিশকাহনিয়া, দক্ষিন বাড়ৈ, মাসুমাবাদ, পিঠাকুড়ি, ঢুলুরদিয়াসহ ১০ গ্রামের ৩৫ হাজার লোক এ সড়ক দিয়ে চলাচল করে। হাটাব শিমুলতলা এলাকার ১কিলোমিটার সড়ক ভাঙ্গার কারনে পুরো সড়কটি চলাচলের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিভিন্নভাবে প্রতিবাদ করেও কোন প্রকার সুরাহা পাচ্ছে না । কারণ হিসেবে জানা যায় , এ সড়কটির দু পাশে মাটি নেই বললেই চলে । দীর্ঘদিন এ অচলাবস্থা সৃষ্টি হলেও বিভিন্নসময় এ প্রতিবাদ অব্যাহত রেখেছেন স্থানীয়। দূর্ভোগের শিকার মিঠাব আর্দশ উচ্চ বিদ্যালয়, আতলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, টেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৭টি স্কুলের দুই হাজার শিক্ষার্থী।
এ ব্যাপারে হাটাব এলাকার হাজী মো. খোকন, বাড়ৈ পাড় এলাকার মকবুল হোসেন, ঢুলুরদিয়া এলাকার নূরুল ইসলাম, টেকপাড়া এলাকার মুকুল হোসেন জানান,এ সড়কটি দিয়ে আমরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করি। কোন রিক্্রা সিএনজি এ সড়কে আসতে চায় না ।প্রজনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোন সুফল পাচ্ছিনা। এমনকি প্রতিবাদ করেও কোন প্রকার সুরাহা পাচ্ছে না । আপনাদের মাধ্যমে আমাদের দাবী সরকার যেন এ সড়কটি দ্রুত মেরামত করার ব্যবস্থা করেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এনায়েত উল্লাহ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানিয়ে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।