রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে আগুন, আহত-৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে  ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।  আগুনে ৩ টি দোকান ও বসতবাড়ির ৫টি ঘর পুরে যায়। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৈকুলী এলাকার জালাল উদ্দিনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ৩ টি দোকানে আগুর লেগে যায়। আগুনের লেলিহান শিখা বসতবাড়িতে ছড়িয়ে পরে। আগুন নেভাতে গিয়ে নোয়াব আলী, মোহাম্মদ আলী, রেজাউল করিম, রিপন ও ইয়াছিন মিয়া আহত হয়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে ৩ টি দোকানের মুদিমনোহরী, মেশিনারিজ মালপত্র, বসতবাড়ির আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়। বাড়ির মালিক জালাল উদ্দিন প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিডার আব্দুল মান্নান বলেন, সময়মতো আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে আশপাশের বাড়িঘরে আগুন লেগে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিলো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত