নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার ব্যবসায়ী নুরু মিয়ার বসত বাড়িতে ১৪ই মার্চ সোমবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানী করে। হামলার ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়।
পুলিশ জানায়, ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী চাপাতি, ছেনদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ, হকিস্ট্রিকসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় আহত ব্যবসায়ী নুরু মিয়া (৪৫), তার মা নুর ভানু (৭০), বোন সালমা (৩৫), তার স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে তানহাকে (১৬) প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নুরু মিয়ার মা নুর ভানু ও মেয়ে তানহাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী নুরু মিয়ার স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ৬ জনকে নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।