রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, লক্ষাধিক টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

সোমবার  (১লা এপ্রিল) দুপুরে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ডাকাতির শিকার হওয়া নয়ন চন্দ্র দাস। এর আগে রবিবার মধ্যে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার ভোলাব ইউনিয়নের ভোলাব এলাকায় তাদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার মিস্টি ব্যবসায়ী নয়ন চন্দ্র দাস রূপগঞ্জের ভোলাব এলাকার মৃত অতীন্দ্র চন্দ্র দাসের ছেলে ।

এ সময় নয়ন চন্দ্র দাস এর ঘরসহ তার তিন ভাইয়ের ঘরে একই সাথে ডাকাতির ঘটনা ঘটে। তাই তিন ভাই হলো বাদল দাস চৌধুরী তিনি ধানমন্ডি থাকেন, দোলন চন্দ্র দাস তিনি ব্যবসায়ী ও সুজন কুমার দাস তিনি পুলিশের পিএসআই। এই তিনজনের কেউই বাড়িতে থাকেন না। তাদের ঘর তালা দেয়া থাকে তবে তালা ভেঙ্গেই বাড়িতে ডাকাতি করেছে ডাকাত দল।

ডাকাতির সময় বাড়িতে ৬ জন অবস্থান করছিলেন। এর মধ্যে নয়ন চন্দ্র দাস, তার মা শৈলবালা দাস, তার স্ত্রী কমলা দাস, তার মেয়ে লোপা দাস (১৮), ছেলে দীপ্ত দাস ও বাড়ির কেয়ারটেকার সুরুজ মিয়া।

বাড়ির কেয়ারটেকার সুরুজ মিয়া জানান, রবিবার রাতে দেয়াল টপকে ১১ জনের ডাকাত দল বাড়িতে  প্রবেশ করে। এ সময় আমার ঘরে আমি ছিলাম তবে তাদেরকে দেখতে পেয়ে লাইট তাদের দিকে ধরি। তাদের মধ্যে ৪ জন মুখোশ পড়া ছিল। পরে আমাকে তারা বেঁধে ফেলে এবং মুখে কাপড় দিয়ে দেয়। পরে নয়ন চন্দ্র দাসকে গুলি করার ভয় দেখিয়ে তার দরজা খুলিয়ে তাদেরকে জিম্মি করে বাড়ির নগদ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এর আগে বাকি ৩ জনের ঘরের তালা ভেঙ্গে তাদের জামা কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হাতে এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে জানান সুরুজ মিয়া।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত