নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বকেয়া বেতনের দাবীতে অন্তিম নিটিং ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ২৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিক জাহেদুল, আসলাম, কবির, সোলমান, রেখা, তাসলিমা, জুলেখা জানান, গত সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধের কথা থাকলেও আজ অবধি বেতন পাননি। মালিকপক্ষ সর্বশেষ গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রমিকরা কারখানায় গিয়ে জানতে পারেন আজও তাদের বেতন দেয়া হবে না। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। একপর্যাযে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় দিকে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এসময় চরম ভোগান্তির শিকার হন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে জেলা শিল্প পুলিশের এসপি জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। পরে বিকাল ৫ টায় বেতন পরিশোধের আশ্বাস দিলে সকাল সাড়ে ১০ টার দিকে বিক্ষুব্দ শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শিল্প পুলিশের এসপি জাহিদুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। আজ বিকালের যে কোন সময় বেতন পরিশোধ করবে মালিকপক্ষ।
অন্তিম নিটিং ডাইং এন্ড প্রিন্টিং কারখানার ম্যানেজার (প্রশাসন ) আশরাফুল আলম তুষার বলেন, আজকে সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধ করার পরিকল্পনা রয়েছে।