রূপগঞ্জে বিধবা বসতঘর গুড়িয়ে দিয়েছে ভূমিদস্যুরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালতী রানী নামে এক বিধবা সুইপারের নির্মাধীন বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভুমিদস্যুরা। বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়ার পর থেকে ওই বিধবার পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। রোববার দুপুরে উপজেলার দাউদপুর এলাকায় ঘটে এ ঘটনা।

বিধবা মালতী রানী জানান, দাউদপুরের মধু মিয়া নামে এক ব্যক্তি ১৭টি পরিবারকে ২৬ শতাংশ জমি দান করেন। ওই জমির অংশ হিসেবে দের শতাংশ জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে তারা বসবাস করে আসছিলেন।
তার স্বামী মানিক রবি দাস ১২ বছর ধরে দাউদপুর ইউনিয়ন পরিষদে সুইপারের কাজ করে গত ৪ বছর পুর্বে মৃত্যুবরণ করেন। এরপর থেকে সুইপারের দায়িত্ব পান মালতী রানী। সুইপারের কাজ করেই দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাদের কোন রকম সংসার চালিয়ে আসছেন। দীর্ঘ সময় হওয়ায় টিনের ঘরটি জড়াজীর্ন হয়ে পড়ে। পরে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে প্রায় লাখ টাকা দিয়ে একটি পাঁকা ঘর নির্মাণ করে দেয়া হয়।

এদিকে, রোববার দুপুরে দের শতাংশ জমি দখলে নিতে একই এলাকার ভুমিদস্যু সাহিনুর মিয়া, সেলিম, মুনসুর, সোহেল, সুমনসহ ১০/১২ জনের একদল অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মালতী রানীর নির্মাণ করা পাঁকা বসতঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে করে অসহায় পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছেন। আতঙ্কে ও ভয়ে দিন কাটছে তাদের।

অভিযুক্ত সাহিনুর মিয়া বলেন, আমার জমিতে ওই বিধবা সুইপার জোরপুর্বক বসতঘর নির্মাণ করেছে তাই ভেঙ্গে দিয়েছি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত