রূপগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট, আহত-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিবন্ধিসহ দুইজনকে পিটিয়ে আহত করে। সেমবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বলাইখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের পিতার থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার নাতি শাহপরান (১০) বাড়ির পাশে খেলা করার সময় প্রতিপক্ষ আনিছ ও সুলতান শাহপরানকে চর থাপ্পর মেরে পানিতে ফেলে দেয়। এ ঘটনায় শাহপরাণের বাবা শাহাদুল্লাহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুলতা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন। প্রতিপক্ষ ফয়সাল, আনিছ, সুলতান ওরফে জগা, শহিদুল্লাহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আবুল হোসেনের বাড়ি ঘর সহ মুদিমনোহরী দোকানঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট চালায়।

প্রতিবাদ করায়  আবুল হোসেনের ছেলে সাকিবকে পিটিয়ে আহত করে। সাকিবকে বাঁচাতে এগিয়ে গেলে সাকিবের বোন প্রতিবন্ধি আছিয়া বেগমকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

add-content

আরও খবর

পঠিত