নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘরে হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় দুই নারীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার চারিতালুক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোশারফ হোসেনের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, চারিতালুক এলাকার কবির, শামীম, ফাইজুল, সোহেল, কাউছার,জসিম, নিরব, সৈকত, শাকিল ও গাফফারদের সঙ্গে মোশারফ হোসেনের পূর্ব থেকে শত্রুতা চলে আসছে। ঐ শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে তার বাড়ির প্রধান ফটক ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর করতে থাকে হামলাকারীরা। মোশারফ হোসেন তাদেরকে বাঁধা দেয়।
এসময় হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। তার ডাকচিৎকারে তার স্ত্রী কামরুন্নাহার ও তার ছেলের বউ রুমা আক্তার এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আব্দুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।