নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোর পূর্বক বালু ভরাটের পায়তারার প্রতিবাদে স্থানীয় কৃষকরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। রোববার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে কৃষকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শের আলী, সিরাজুল ইসলাম, প্রদীপ সরকার, জহিরুল ইসলাম, মোক্তার হোসেন, মনির, লোকনাথ, নুরু মিয়া, ওয়াদুদ মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোলাকান্দাইল চকে কয়েক শতাধীক কৃষক ধানের ফসল ফলিয়ে জিবীকা নির্বাহ করে আসছেন। স্থানীয় একটি ভুমিদস্যু চক্র কৃষকদের জমি না কিনে জোর পূর্বক বালু ভরাট করার পায়তারা করে আসছেন।
স্থানীয় কৃষক শের আলী, আব্দুল লতিফ, হাতেম মিয়া, ওয়াদুদ, কালাই, ওমর চাঁন, মহানন্দ, মোক্তার, মতি, শাহজাহান, মনির ভুইয়া, জামাল, জাহাঙ্গীর, সাইফুল, শরীফ, মনির, ইমরান, জাকিরের অভিযোগ তাদের জমি না কিনে জোর পূর্বক বালুল ভরাট করার পায়তারা করে আসছে। জমি না কিনে জোরপুর্বক বালু ভরাট কার্যক্রম চালালে কৃষকরা আরো বড় ধরনের কর্মসুচী দিবেন বলেও হুশিয়ারী দেন।