নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে নিখোঁজ সেই যুবকের লাশ রোববার (৩১ মার্চ) দুপুরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুই মেয়েসহ তিনজনকে গ্রেফতার করেছে। উপজেলার সদর ইউপির পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় ঘটে এ ঘটনা।
রূপগঞ্জ থানার এসআই ফরিদ হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার মুসলিম আলীর ছেলে আর্কিটেক্ট মাহবুব হাসান জুয়েল ও তার বন্ধু আবিদ হাসান তাদের দুই বান্ধবীসহ জিপ গাড়ি নিয়ে নিজ পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় ঘুরতে আসে। রাত ১১ টার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে আশে পাশের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তলিয়ে যাওয়া জিপ গাড়িসহ আবিদ হাসান, বান্ধবি শাহিদা আক্তার দোলা ও জাকিয়া সুলতানাকে উদ্ধার করলেও খুঁজে পাওয়া যায়নি আর্কিটেক্ট মাহবুব হাসান জুয়েলকে। এ ঘটনায় শনিবার রাতে অপহরণের অভিযোগ এনে নিখোঁজ আর্কিটেক্ট এর স্ত্রী শারফিন আফরোজ উদ্ধার হওয়া তিনজকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।