নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রুপগঞ্জ প্রতিনিধি) : রূপগঞ্জে বাংলা টিস্যু কারখানার এক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে ওই দুই লম্পট যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দড়িকান্দি এলাকার দিলু মিয়ার ছেলে শাওন মিয়া (২৫) ও আনোয়ার হোসেনের ছেলে রিপন মিয়া (৩০)।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসীম উদ্দিন জানান, উপজেলার মঠেরঘাট এলাকার বাংলা টিস্যু কারখানায় ওই শ্রমিক কাজ করতো। গত ৬ আগস্ট রাত ৩ টার দিকে শাওন মিয়া ও রিপন মিয়া শ্রমিককে জোরপুর্বক গণধর্ষণ করে। পরে ধর্ষনকারীদের সহযোগী ফরিদ নামে অপর যুবক মোবাইল ফোনের মাধ্যমে ওই শ্রমিকের ধর্ষনের দৃশ্য ধারন করে। এর পর নগ্ন ছবি ফেইসবুকে ছেড়ে হবে বলে ধর্ষিতার পরিবারের কাছে দেড় লাখ টাকা দাবি করে ধর্ষনকারীরা। ধর্ষিতার পিতা ২০ হাজার টাকা পরিশোধও করেন। তারপর ধর্ষনকারীরা টাকার জন্য ধর্ষিতার পরিবারকে অব্যাহত চাপ দিতে থাকে । ধর্ষকদের দাবিকৃত টাকার অব্যাহত চাপের মুখে ধর্ষিতার পিতা- মাতা বিষয়টি থানা পুলিশকে জানান। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ধর্ষিতা শ্রমিকের মা বাদী হয়ে তিনজনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে লম্পট ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।