নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ইউরোপিয়ান ইউনিয়নের (ইউ) মাধ্যমে রূপগঞ্জের লাইভ এইড হাসপাতালে ৩৫ হাজার দুস্থ রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। বুধবার (২২ মে) বিকেলে উপজেলার বরপা এলাকার লাইফ এইড হাসপাতালে এ প্রকল্পের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
প্রথমদিনে এ প্রকল্পের আওতায় তারাবো পৌরসভার ৫শ দুস্থ ও গরিব মানুষকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের হেলথ কার্ড দেওয়া হয়। রিসোর্ট ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সহযোগিতায় ইএইচএনএসএম প্রকল্পের আওতায় এ চিকিৎসাসেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বিএনপি-জামায়াত জোট ২০০১ সালে ক্ষমতায় এসে দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। দেশে ১২ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, যা এসডিজির অভীষ্ট লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারাবো পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজীর সভাপতিত্বে ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, প্রকল্প স্বমন্বয়কারী নাসির উদ্দিন সিকদার, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা রমজান হোসেন সাউদ, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, লাইফ এইড হাসপাতালের চেয়ারম্যান নাসরিন সুলতানা, লাইফ এইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানজীল এহসান অভি, লাইফ এইড হাসপাতালের পরিচালক ডা. আফরুননেসা মুনা প্রমুখ।