রূপগঞ্জে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। ৩০নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলার গোলাকান্দাইল সাওঘাট একটি টিনের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী শাহ আলম জানান, লতিফ সাহেবের টিনসেটের কয়েকটি ঘর ভাড়া নিয়ে সেখানে গোডাউন হিসাবে প্লাষ্টিকের মালামাল রেখে ব্যবসা করতেন তিনি। এ সময় ওখানে তার প্রায় ৮ লাখ টাকার মালামাল ছিল। সবই পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে গোডাউনের মধ্য থেকে আগুনের ধুয়া দেখতে পায়। মুহুর্তেল মধ্যেই কয়েকটি টিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পথচারীরা হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার দিতে থাকলে ফ্লাইওভারের কাজে ব্যবহিত স্পেট্রা ইঞ্জিনিয়ারস লিমিটেডের একটি পানির ট্রাঙ্ক আগুন নিভাতে শুরু করে। গাড়িটি ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাদের সহযোগিতা করতে দেখা যায়। আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আসার পর আড়াই হাজারের আরো একটি দল এখানে উপস্থিত হয়।

গোডাউন গুদাম মালিক শাহ্ আলম ও সালাম জানান, সকাল ১০ টার সময় আমি খবর পেয়ে এসে দেখি গোডাউনের পুরো মাল আগুনে পুড়ছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলার কাঞ্চন ফায়ার সার্ভিস ইনচার্জ মো. মান্নান জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে এসেছি কিন্তু ইতেমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসছিল স্পেকট্রার পানির গাড়ি।

add-content

আরও খবর

পঠিত