রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ আহত-৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার তারাবো পৌরসভার কাহিনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোছলেমা বেগম জানান, একই এলাকার সোহেল মিয়া, জুয়েল মিয়া ও উজ্জল মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন সোহেল মিয়া, জুয়ের মিয়া, উজ্জল মিয়া, তারা মিয়া, ছাওমিয়া, মিজান মিয়া, মনু, আনু, রাসেল, ইব্রাহিম, মোখলেছসহ অজ্ঞাত ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এতে ছেলে জসিম ও শামীম বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে মোছলেমা বেগমের ছেলের বউ গর্ভবতী মাছুমা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

তিনি আরও জানান, এক পর্যায়ে হামলাকারীরা মাছুমা বেগমকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আহত মোছলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত