নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ২৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরাব এলাকায় আলিফ নীট ওয়্যারস লিমিটেড নামে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বরাব এলাকায় আলিফ নীট ওয়্যারস পোশাক কারখানায় গত দুই মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা দিচ্ছেননা। বেতন চাইলে মালিকপক্ষ দেই দিচ্ছি বলে আশ্বাস দিয়ে ঘুরাতে থাকেন। বৃহস্পতিবার সকালে কোন প্রকার নোটিস ছাড়াই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে মালিক পক্ষ কারখানায় তালা লাগিয়ে পালিয়ে যায়। সকালে শ্রমিকরা গেইটে তালা ঝুলানো দেখে কারখানার সামনে অবস্থান করে। পরে মালিকপক্ষের কোন খোজখবর না পেয়ে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শণ শুরু করেন। পরে শিল্প পুলিশ শ্রমিকদের শান্ত করে।
শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, কারখানার মালিক আদিল-বিন হাফিজ ও মামুন মিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে আগামী শনিবার শ্রমিকদের বেতন পরিশোধ করবে।